BeatEndometriosis

মাসিকের সময় ব্যথা এন্ডোমেট্রিওসিসের লক্ষণ হতে পারে

মাসিকের সময় ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস সম্পর্কে জানতে এই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন

Beat Endometriosis আপনার জন্য এন্ডোমেট্রিওসিস সম্পর্কিত তথ্যভাণ্ডার

এন্ডোমেট্রিওসিস কি?

জরায়ুর মধ্যে ৩টি টিস্যু লেয়ার থাকে। এর মধ্যে সবচেয়ে ভিতরে যে লেয়ার থাকে, তাকে এন্ডোমেট্রিয়াল লেয়ার বলে। এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন অস্বাভাবিক ভাবে জরায়ুর বাহিরে যেমন ডিম্বাশয় (ওভারি), গর্ভনালী (ফেলোপিয়ান টিউব), তলপেট (অ্যাবডোমেন) ও অন্যান্য জায়গায় দেখা যায়, তখন এই অবস্থাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন এরকম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি লাভকরে, তখন মাসিকের সময় রক্ত শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় জমে যেতে পারে; এই কারনে এন্ডোমেট্রিওসিস রোগীদের মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা অনুভূত হয়।

এন্ডোমেট্রিওসিস কাদের হতে পারে ?

সমীক্ষায় দেখা গেছে, প্রজনন বয়সে প্রতি ১০ জনে ১ জন নারীর এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, সারা বিশ্বে ১৭.৫০ কোটি নারী এন্ডোমেট্রিওসিস এ আক্রান্ত।

এন্ডোমেট্রিওসিস এর লক্ষন সমূহ

  • মাসিকের সময় তীব্র ব্যাথা (বিশেষত মাসিকের ২য় ও ৩য় দিনে)
  • মাসিকের সময় অতিরিক্ত রক্ত পাত
  • দীর্ঘস্থায়ী মাসিক (৭ দিনের বেশী)
  • বন্ধ্যাত্ব
  • চকলেটসিস্ট
  • যৌনসঙ্গমের সময় তীব্র ব্যাথা

আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলার প্রয়োজন ?

উপরের যেকোনো লক্ষণ এন্ডোমেট্রিওসিসের কারণ হতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার এন্ডোমেট্রিওসিস আছে কিনা নির্ণয় করুন।